সমাজের গোপনঘরে চলে কানাকানি
হয়তো আমি অচ্ছুৎ কিম্বা অহংকারী।
কিন্তু আমাকে আমি জানি ,
আমি খুব সামান্য এক নারী।
কারোর প্রতি অবহেলায়
মনের ভিতরঘরে দহন শুরু হয়
তখন আমি গর্জে উঠে ন্যায্য বিচার চাই।
এটাই কি আমার অপরাধ?

সাগরের ঢেউ ছুটে এসে বলে কেমন আছো
সকালবেলার সূর্য এসে আমার কুশল নেয়।
জানলা খুলে দখিন বাতাস স্বস্তি ভরে দেয়,
কোকিলের কুহুতে সৃষ্টি সুরের বার্তা রয়ে যায়।
ওরা উদার বলেই আমায় গ্রহন করে
ঘাত প্রতিঘাতে মান অভিমানে
তাই দিব্যি আমার পাশে পাশেই রয়।
পৃথিবীর পাঠশালাতে প্রতিবাদী এক নারী
নই অচ্ছুৎ নয়তো অহংকারী ।