করজোড়ে বলি, এসো না আমার কাছে
আজ আমি ধুমায়িত আগুন হয়তো পুড়ে যাবে।
তোমার নরম রঙিন প্রজাপতি ডানা
নিমেষেই অঙ্গার হবে।
এত কাছে এসোনা লালিত গাছের কাছে
আমি এখন দিশাহীন ঝড়ের তাণ্ডব।
শাখা প্রশাখা যেকোন মুহূর্তেই ভাঙতে পারে
আমি চাইনা তুমি ক্ষতিগ্রস্ত হও।
তৃষিত ভাবনায় আর নদীর কাছে এসোনা
আমি আর স্বচ্ছসলিলা নই,
নানা দূষণে জর্জরিত নালা।
বয়ে চলেছি মান অপমানের কলুষিত ধারা।
শান্তি নেই পাড়ঘাটায় আছে শুধু অপবিত্রতা।
কি ভেবে ছুটে এলে কিছু বলবে বলে?
আমি শুনবনা আর কিছু শুনতেও চাইনা।
সময় এগিয়ে গেছে নৌকায় পাল তুলে।
এখন আমার নোঙর বাঁধা, যত অপয়াদের সাথে
সাদা কাপড়ে লাগবে কত কাদা।
তাই বলি আর আমার কাছে এসোনা।