আজ থেকে আমি মুক্ত এক পথিক
নিজেই নিজের দিক নির্ণয় করি।
কেউ আর আমাকে বলবে না
তুমি ঝড়ের মুখোমুখী হও।
আর কেউ আমাকে বলবেনা
অঝোর বৃষ্টিধারায় মাথার ছাতা হও।
কি আশ্চর্য! একজনের ইচ্ছায়
আমি নিজেকে সিঁড়ি ভেবে নিয়েছিলাম।
দিব্যি কারা যেন মাড়িয়ে উপরে উঠে গেল।
পিছনের দিকে একবারও ফিরে দেখলনা।
আমার ঘরের ছাদ হয়ে গিয়েছিল
নাম না জানা এক পান্থশালা।
জনগণের দরবারে আমি যেন ছিলাম
দুর্বার আনন্দে মুকুটবিহীন রাজা।
কিন্তু সত্যি সেটা নয়;
যখন প্রয়োজন ফুরালো
চা'এর কাপের মতন ছুঁড়ে ফেলে দিলো।
ঘুমটা যখন ভাঙল বাস্তব ফুটে উঠল।
যে যার রাজ্যে সবাই গেছে ফিরে
মুকুটের যত পালক ছিল
সব নিয়ে গেছে ছিঁড়ে।
একলা আমি পড়ে আছি
ছেঁড়া পালে ভাঙা দাঁড়ে
তবু দেখি কেমন দিগন্ত আলোকময়
এও যেন এক পাওয়া
নতুন দিশায় যাওয়া।
আজ থেকে আমি মুক্ত এক বিহঙ্গ।