আমি ঝুমরি
পাহাড় থেকে নেমে আসা এক নদী।
নূপুরের ছন্দে ছন্দে তাল মিলিয়ে
বয়ে যেতাম মোহানায় ঢেউ তুলে তুলে।
সামনের যত বাধা নিমেষে অতিক্রম করতাম;
এই পথ চলায় ছিল অনাবিল আনন্দ মুখরতা।
যেতে যেতে হাসি মুখে বলে যেতাম,
জীবন যেন আমার এমনি থাকে ছন্দময়।
কিন্তু হায়, এলো নিষ্ঠুর লোভী মানুষের দল
তাঁদের লোলুপ দৃষ্টিতে গর্ব আমার খর্ব হোল।
একে একে বন্ধু যত ছিল সবাই মুখ ফেরালো।
মেঘ পাহাড় বৃষ্টি অরণ্য এরাই ছিল বন্ধু স্বজন।
ওরাও ছিল অসহায় প্রচণ্ড দাবদহ নটরাজ নৃত্যে।
শ্রাবণ আমার জীর্ণ শীর্ণতায় মেঘেদের দেয় ডাক
মেঘের সাথে বৃষ্টি এলো ঘন কাজল পড়ে
ভিজিয়ে পাহাড় বৃষ্টি আমার শরীর জাগিয়ে দিল।
এ যেন এক পরম পাওয়া মুক্তি এনে দিল
তাই বাধনহারা সোহাগ পেতে যাচ্ছি মোহানায়।
এ যেন সেই গান ''আমার মুক্তি আলোয় আলোয়'