আজ আমার জন্মদিন
প্রথম আলো দেখালে মাগো তোমার কাছে ঋণী
রাত গড়িয়ে গভীর হোল ছিলে একাকিনী।
কষ্ট ভুলে হাসলে তুমি আমার গরবিনী,
কান্না ভুলে তোমার কোলে আমি আদরিনী।

আমিও হয়েছি মা
বসন্ত গেছে একে একে পথ গিয়েছে বেঁকে
মা হওয়া কি মুখের কথা শিখেছি জীবনচক্রে।
তোমার মতন আমিও এখন অঙ্কে করি ভুল
অহরহ অনেক কথায় এই হৃদয় জুড়ে হুল।

এই বেশ আছি
সুখে অসুখে কান্না হাসি নিজের মতন নিজে বাঁচি
ইচ্ছা হলে বেড়িয়ে আসি দিল্লী গোয়া কিম্বা রাঁচি ।
এমনদিনে থাকলে পাশে যত্ন করে পায়েস খাওয়াতে
হয়তো ভাবছ আমার কথা, মুঠোফোনে আশিস পাঠাতে।