জন্ম থেকে হেঁটে চলেছি
আজ কাল পরশু হেঁটে যাবো
আদি থেকে অনন্তে।
হোঁচট খেয়ে পড়ে গেছি কেউ হেসেছে
কেউ আহা বলে এসে হাত ধরেছে
কেউ বলেছে এভাবে চলাই জীবন।
প্রতিযোগিতায় না থেকেও
এ যেন নিজের সাথে নিজেরই প্রতিযোগিতা।
হয়তো শেষে মিলবে বা মিলবেনা কোন পুরস্কার,
তবে পেয়ে গেছি আস্ফালন আর তিরস্কার।
পথ চলতে চলতে দেখেছি কত মানুষ
আজ যারা ছিল খুব চেনা
কাল হয়ে গেছে বড্ড বেশি অচেনা।
জীবন সংগ্রামের রাস্তাটাকে বরাবর চেয়েছিলাম
হয়ে উঠুক আনন্দমুখর প্রাঙ্গন।
বদলে যা পেলাম সেটা না'বলায় থাক।
তাবলে কি এই পথ চলা বন্ধ হয়ে যাবে।
থেমে যাওয়া মানেইতো মৃত্যু।
আমি জীবনকে বড় ভালবাসি
তাই আমি এখনো
সেই খড়কুটো নিয়েই পথ হেঁটে চলেছি।