পেয়েছিলাম না চাইতেই আশ্চর্য উপহার
খুব যে আনন্দে আত্মহারা হয়েছিলাম তা নয়।
কিন্তু তাও তুই অবাক বর্ণে বুঝিয়ে দিলি বিকশিত হয়ে
আমায় মুগ্ধ করে জিতে গেলি চিরদিনের জন্যে।
জল ঝড় বৃষ্টিতে বাঁচিয়ে রেখেছি তোকে
তুই ও মাঝে মাঝে দিয়ে যাস প্রতিদান।
তোর আগুন রঙে রাঙিয়ে রাখি অন্তরমহল।
ভেবেছিলাম এমনি করে সেও থাকবে চিরদিন
সেও ছিল রসে বসে দুঃখ রাতে প্রদীপ হাতে।
কেমন করে কি জানি এক ঝড়ের রাতে
দেখি সেও হারিয়ে গেছে আমার অজান্তে
অন্য ঘরে অন্য বাড়ির ছাতে দিব্যি এখন বাঁচে।
আমার যে মন কাঁদে আমার খবর সে কি রাখে?
কি জানি হয়তো ভাবে আবার নাও ভাবতে পারে
সে ছিল আমার সন্তান সম তুইতো আমার টবের জবা
মনের কথা তুই বুঝলি, সেতো কই বুঝলনা রে...
তুই হাসলে আমার নদীর দুকুল আনন্দে যায় ভেসে
সেও হাসে তারই পথে, তবে আমার কেন কান্না আসে?
জানিনা কেমন করে আপন যে হয় পর
হয়তো আমিই ছিলাম তারই কাছে চরম স্বার্থপর?
জবা, তুই যেন ওমনি করে আমায়, করিসনে আর পর।