আমাকে আমার মতো থাকতে কেন দাওনা?
জানি জানি এই প্রশ্নের উত্তর কোনদিন পাবনা।
চেয়েছিলাম নদী বয়ে যাবে আপন মহিমায়
বারে বারে বেঁধে বেঁধে করেছো অসহায়।
সাগর দেখার নেশায় এনে দিয়েছ পাহাড়
শিকল পড়িয়ে ডানায় দিয়েছ সংসার কারাগার।
আমার কৃষ্ণ তুলসী দিনে দিনে হয়েছে পত্রহীন
যন্ত্রণা জমে জমে হিমবাহ সুকঠিন অন্তহীন।
জানোনা জানতে চাওনি কোনদিন আমিও পারি
চোখের জল জমিয়ে রেখে বৃষ্টি হতেও পারি।