নিজেকে নিয়ে লিখতে চাইনা
তবু অনেক কথা ভিড় করে এই মনের তীরে।
কচুরিপানার মতো এক এক করে
সরিয়ে দিই নিরপদ দুরত্বে; আবার দেখি
ওরা এসে ভিড় জমায় মনের গভীরে।
কথা ছিল কাউকে কিছুই বলবো না
নীরব থাকব জগতের প্রতিটি বিষয়ে ।
কে কাকে মেরুদণ্ড বিকিয়ে দিল
কে কতটা আকর্ণ হাসিতে গায়ে ধুলো মাখল
কে কাহাদের কাছে কি প্রতিশ্রুতি দিয়ে ফেলল।
তবু নীরব থাকতে দিলনা আমার কলম!
নীরব চিৎকারে উগরে দিল সব গভীরের কথা।
সম্পত্তি কেনা বেচায় নামে বেনামে কে ছিল!
তুলে এনেছে আপামর জনগনের চোখের পাতায়
আমি নিশ্চিত, আমার কণ্ঠরোধ হবে।
অনন্ত কালের জন্য...