অনেকদিন ধরে আমি কিছুই করিনি
তোমাকে ছুঁয়ে দেখার সময়টুকুও পাইনি
নির্জন নদীর তীরে মুখোমুখি বসব ভেবেছিলাম।
ঢেউগুলো সব তীর ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
পাখীরা দলে দলে কলরবে ফিরে আসে বাসায়।
আবার ফিরে আসব বলে
সূর্য দিগন্তে রঙ ছড়িয়ে বিদায় জানায়।
অনেকদিন ধরে তোমায় নিয়ে কিছুই ভাবিনি
তোমার দুচোখে চোখ রেখে নিরুদ্দেশে যাইনি।
পাতা ঝরা পথ ধরে হেঁটে যাব ভেবেছিলাম
কোথা দিয়ে কি করে যে দিন ফুরিয়ে যায়
সময়ের কাছে জবাব চেয়েছি উত্তর আসেনি।
সত্যিই অনেকদিন ধরে আমি কিছুই করিনি।