খূঁজে পাবে ঘর
  
    দিনের শেষে ক্লান্ত পথিক
    পায় না খূঁজে ঘর,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আপন, হয়েছে পর।

    এক ই ছাতের নীচে থেকে ও
    রয়েছে সবাই একা,
    মৌখিকতার ঠাস্ বুনুনি
    অন্তর টি ফাকা।

    শুধু ইট, কাঠেতে হয়না ঘর
    প্রাণ থাকে না তাতে,
    সদস্যরা যদি বাধা না পড়ে
    মধুর আন্তরিকতা তে।

    এমন ঘর আমরা সবাই
    গড়তে যদি পারি,
    অহঙ্কারের দেয়াল ভেঙ্গে
    ইগো কে মেরে তুড়ি।

    ক্লান্ত পথিক দিনের শেষে
    খূঁজে পাবে ঘর,
    ঘরের ভেতর স্নেহের বাধন
    মাথার উপর ঈশ্বর।।


            শম্পা দত্ত