বিদেশ যাত্রা

    যাচ্ছে বিদেশ, গদার দাদা
    পাড়ায় সোরগোল,
    জাগায় জাগায়, জটলা বড়
    কারণ টা কি বল।

    বিশাল টাকে বুলিয়ে হাত
    বিপিন খুড়ো বলে,
    বাপটা বোধহয় ত্যাগ দেছে
    যাচ্ছে তাই চলে।

    কেন রে বাপু, ত্যাগ দেবে ক্যান
    ফোড়ন কাটে মেশো,
    খবর টি আমি, করব ই বার
    একটুখানি রোসো।

    ন্যাদা খুড়োর, চায়ের দোকান
    উপচে পড়ে ভীড়,
    সবার মুখেই এক ই কথা
    ব্যাপার টা গম্ভীর।

    ক্যাবল কান্ত হাবলু চন্দর
    দৌড়ে হাপিয়ে এলো,
    শোনো গো সব, খুড়ো মেশোরা
    গদার দাদা গেলো।

    মোক্ষদা পিসি ধমকে ওঠেন
    চুপ কররে  ছোড়া,
    জোয়ান মদ্দ অমন ছেলের
    সহজ নয় কো মরা।

    মরার কথা বললুম কখন
    হাবলু কেদে বলে,
    মস্ত একটি গাড়িতে চড়ে
    দাদা গেলো চলে।

    বেজার মুখে সবাই যখন
    খাচ্ছে বসে চা,
    এমন সময় হাওয়ায় উড়ে
    এলো খবর টা।

    গদার দাদা বিদেশ গেলো
    তিনটি দিনের তরে,
    বিদেশ ফেরত তকমাটা তার
    লাগবে চিরতরে।

    হাওয়াই জাহাজ থামলে, নেমে
    বিদেশের মাটি চুমি,
    ফিরতি জাহাজে, ফিরবে দাদা
    নিজ মাতৃ ভূমি।

    বিয়ের বাজার, চড়বে  দাদার
    পন মিলবে খাসা,
    অকর্মণ্য বলে দাদার পরে
    চলবে না আর হাসা!!!

                    (রম্যরচনা)

              শম্পা দত্ত