এটা ই জীবন
জীবন আমাদের বড় ই সীমিত
কোথা শেষ, নহি কেহ অবগত।
এক ই লগ্নে অনেকের ই জন্ম
ভিন্ন তবুও সবার, ভাগ্য ও কর্ম।
শুনিতে পাই সব ই নাকি কর্মফল
মন কে স্বান্তনা দেওয়ার কৌশল।
আগামী জন্ম, কে কবে দেখেছে
গত জন্মের কথা, কে মনে রেখেছে!
চরম সত্য আজকের এই বর্তমান
অবহেলে কোরো না তার অপমান।
যে কটি দিন পেয়েছে তুমি হাতে
মিলে মিশে থাকো সবার সাথে।
কেনো রেষারেষি, কেনো মারা ধরা
ঠকিয়ে অপরে নিজো ঝুলি টি ভরা!
নিতে যদি হয়, ভালোবাসা নাও ছিনে
ভালোবেসে সবার হৃদয় নাও কিনে।
আসার সময় ছিল না কিছু হাতে
এসেছিলে শুধু ভাগ্য রে লয়ে সাথে।
ভাগ্য গুনে, কেউ ফকির, কেউ রাজা
কেউ পূণ্যবান, কেউ বা পায় সাজা।
কর্ম গুনে জগত মাঝে, যদি পাও স্থান
মরণ উপরান্তে ও পাবে তুমি সম্মান।।।
শম্পা দত্ত 🩷🩷🩷