আপনজন

    কে যে আমার আপনজন
    কেমনে যায় চেনা,
    আত্মীয়তার ঋণ শুনতে
    হয় যে শুধু ই দেনা।

    আপনজনের, আপনা পন
    যায় না তারে দেখা,
    অনুভবে শুধু, যায় কেটে সে
    হৃদয় মাঝে রেখা।

    তাইতো বলি, রাখ গো সবাই
    হৃদয় দুয়ার খুলি,
    আপনজনের আপনা পন
    রাঙ্গাবে সেথা তুলি।

    জন্মসূত্রে, বা রক্তের অধিকারে
    হয়না কেউ আপন,
    আত্মার যোগ, যার সাথে ঘটে
    সেই যে আপনজন  !!


                        শম্পা দত্ত