জীবনের গান

    জীবন টাকে ভালোবেসে
    এগিয়ে যেতে চাই,
    চলার পথে বাধা অনেক
    পরোয়া কিছু নাই।

    জীবনটা যে লড়াই ক্ষেত্র
    মসৃণ নয় মোটে,
    প্রতি পদে করতে লড়াই
    কালঘাম ছোটে।

    জীবন যুদ্ধে সৈনিক আমরা
    জানিনা পরিণতি,
    স্থির লক্ষ্যে এগোতে হবে
    এটাই হলো নীতি।

    মাঝপথে কোনো ক্লান্ত সৈনিক
    দেখতে যদি পাও,
    জীবনের গান শুনিয়ে, তাকে
    এগিয়ে নিয়ে যাও।

    দুনিয়া টা আজ অরাজকতার
    হচ্ছে শুধু শীকার,
    সবাই সব জানে, বোঝে, তবুও
    নেই কোন বিচার।

    সেনাপতি আজ লক্ষ্য ভ্রষ্ট
    সৈনিক দিশাহারা,
    এসেছে সময়, সমুখ সমরে
    একবার ঘুরে দাড়া।

    ছিড়ে ফেলে সব মুখোশ গুলো
    বার করো তারে,
    মুখোশের আড়ালে লুকিয়ে থাকা
    সেই মানবেরে।

    আজ ও যারা স্বপন দেখে
    অন্তরের গভীরে,
    সুস্থ সুন্দর একটি জীবন
    গড়তে যদি পারে।

    জীবন যুদ্ধে ক্লান্ত সৈনিক
    চোখ মেলে চাও,
    নুতন করে জীবনের গান
    এক ই সুরে গাওয়া।।।


                  শম্পা দত্ত