ইতিহাসের পাতা থেকে
💤💤💤💤💤💤💤💤💤
খোশবাগের ই কবর মাঝে
ঐ শোনা যায়, বোবা কান্না,
কার স্বর ঐ উঠিছে গুমরি
বলিছে সিরাজে, চলে যেওনা।
কাঁদিছে লুৎফা একাকিনী আজি,
চিরসাথী তার, লয়েছে বিদায়,
ডাকে নাই তারে,লয় নাই সাথে
রাখিয়া একেলা,এ জগত সভায়।
বেগম সাহেবার জারিয়া হতে
হয়েছিল একদা লুৎফা বেগম,
ভাগ্য দোষে তার, শেষ হোলো
সিরাজ সাথে,সব সম্মান।
বেগম বলিয়া,ডাকিবেনা কেহ
দিবেনা কেহ আর কোন মান,
সিরাজ সাথে,সব মুছে গেলো
তবু ও লুৎফা,আজ ও গরীয়ান।
মনে পড়ে আজ ও, হীরাঝিল।
পরপারে,ঐ মোতিঝিল খানি,
মাতিলো সিরাজ ফৈজির সাথে
লুৎফা কাটায় শুধু,প্রহর গুনি।
শেষ হোলো যবে, বাংলার নবাবী
লভিল সিরাজ,অনন্ত সমাধি----
তখন ও লুৎফা,রহিল বাঁচিয়া
সিরাজে দিতে, তার আত্মাহুতি।
সবই আজ ইতিহাস, তবু ঘটেছিল,
নবাবী খামখেয়ালীর,সব উদাহরণ;
নিরুপায় বেগমেরা, দিয়ে গেছে দাম
উঁচু গবাক্ষ, চারদেয়ালে,অশ্রু নিশান!
🌻🌻🌻🌻🌻🌻
💕💕💕💕💕💕
শম্পা দত্ত