প্রশ্ন

    বলতে পারো, আমাদের আজ
    কেন এত অধঃপতন,
    মানবজাতি, আজ মানবতা হীন
    এ কেমন আচরণ!

    চারিদিকে আজ, খুন, ডাকাতি, চুরি
    তার সাথে, অপহরণ,
    দুর্বলদের প্রতি উৎপীড়ন, আর
    অকারণ অন্যায় শোষণ।

    আকাশ বাতাস আজ বড় ই দূষিত
    কলুষিত সবার মন,
    পথ চলতি নারীদের প্রতি আক্রমণ
    ঘৃণ্য গণধর্ষণ।

    অন্ধ সবাই, লোভে, ভোগে, বিলাসে
    চলছে শুধু ই স্বার্থান্বেষণ,
    বলতে পারো, এ কেমন তরো
    সভ্যতার নিদর্শন!

    স্বাধীনতার পচাত্তর পার করেও
    জাগলো না জনগণ,
    মানব চেতনা আজও কেন বলো
    রয়ে গেলো পরাধীন???


                     শম্পা দত্ত