কবির কবিতা

    কবিতা আর আসে না আমার
    দেয় না তারা ধরা,
    মনের ভিতরে উথালি পাথালি
    চলছে ভাঙা গড়া।

    লেখার বিষয়ে ভাবতে গেলে ই
    ছন্দ যায় হারিয়ে,
    ছন্দ তালের মেলবন্ধনের মাঝে
    ভাষা যায় ফুরিয়ে।

    কোথায় আমার সেই, কবির মন
    পাই না খুজে তারে,
    কবির কবিতা কি, হারিয়ে গেলো
    গভীর অন্ধকারে।।।।


                                   শম্পা দত্ত