মাতৃভাষা
💕💕💕💕💕💕💕💕
মাতৃভাষা মায়ের সমান
আগলে রাখো তারে,
লোক লজ্জায় ভুলবো কেন
মাতৃ সম ভাষারে।
বর্তমানের সমাজে সবাই
আধুনিকতার স্রোতে,
অনেক কিছু ই যাচ্ছে ভুলে
রইলো কি আর হাতে।
পরের ভাষা ধার করে আজ
হচ্ছে সবাই মানি,
ভাবছে না কেউ মায়ের কাছে
রয়ে গেলাম ঋণী।
মানছি আমি বিদশী ভাষার
মূল্য অনেক আছে,
ঐ ভাষাতেই উন্নতি সবার
কর্ম জগত মাঝে।
তবু ও বলি, মায়ের আদর
কম যেন না হয়,
সবার মাঝে মায়ের আসন
উচ্চে যেন রয়।
মাতৃভাষা সবার কাছেই
পায় যেন সম্মান,
সকল ভাষার মাঝেও চাই
মাতৃ ভাষার জ্ঞান।
মাতৃভাষা থাকলে জানা
দেশের মাটি টানে,
অন্তর টাও ধায় তখন
মাতৃ ভূমির পানে।
🌻🌻🌻🌻🌻🌻
শম্পা দত্ত