ফাগের বারতা
এসেছে হোলি, এসেছে হোলি
রব উঠেছে ভাই,
ফাগুন মাসে, ফাগের খেলা
খেলতে হবে তাই।
খেলার আগে, সবার মনের
কালো করো আলো,
খড়কুটো সব জমিয়ে নিয়ে
বুড়ির ঘর জ্বালো।
হিংসা, বৈরী,লোভ, অহঙ্কার
সবেরে দাও বলি,
আবীর দিয়ে করো অভিষেক
আনন্দে খেলো হোলি।
উড়িয়ে ফাগ, রাঙ্গিয়ে সবারে
দাও এক বারতা,
ভারতবাষীর অন্তরে আজও
রয়েছে একতা।
রঙের ফোয়ারায় ধুয়ে মুছে যাক
সকল আবর্জনা,
ভালোবেসে সবে করো কোলাকুলি
করো শান্তি কামনা।।
শম্পা দত্ত