কিশোরির ভালোবাসা
💕💕💕💕💕💕💕💕💕💕
কিশোরি মনের হৃদকাননে
ফুটেছিল একটি ফুল,
মন প্রাণ দিয়ে বেসেছিলো ভালো
সেটা কি তাহার ভুল!
গরীব বাড়ির, মেধাবী ছেলেটি
কেড়েছিলো তার মন,
ভালোবাসা বোঝেনা আমির গরিব
জানে শুধু ই সমর্পণ।
একদিন তাই স্কুলে যাবার পথে
ডেকেছিলো তাকে কাছে,
রঙিন পুস্তক দিয়ে তার হাতে
বলেছিল কিছু আছে।
এমনি ভাবেই হয়েছিল শুরু
তাদের ভালোবাসা,
স্বপ্নের মহল গড়েছিল তারা
নিয়ে অনেক আশা।
গভীর ভালোবাসার উজান স্রোতে
ভাসিয়েছিলো তরী,
বোঝেনি তারা,অসম ভালোবাসা
হবে তাদের বৈরী।
অস্ত রবির সোনালী আলোয়
মুখো মুখি তারা,
কৃষ্ণচূড়ার নিচে ছিল দাঁড়িয়ে
হাতে হাত ধরা।
একদিন সব কেমন করে যেন
জানাজানি হয়ে গেলো,
কিশোরির বাবার প্রচন্ড প্রতাপে
ছেলেটি হারিয়ে গেল।
নিষ্পাপ কিশোরীর পবিত্র ভালবাসার
এ কেমন পরিণতি!
চোখের তারায়, ঘৃণা ও জিগ্ঘাসা
রইলো বাবার প্রতি।
ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে
কিশোরী যুবতি হোলো,
চোখ দুটি তার আজ ও খোঁজে
ঐ বুঝি সে এলো!!
🌻💕🌻💕🌻💕🌻💕🌻🌻
শম্পা দত্ত।