ভালোবাসা ভালোবাসা
মনটা বড়ো উদাস হয়, যখন
মুখ ফিরিয়ে থাকো,
খুশির জোয়ার আসে প্রাণে
যখন কাছে ডাকো।
ভালোবাসার এমন ই রীতি
যেন জোয়ার ভাটা,
মান অভিমান, সাথে করে
জীবন পথে হাটা।
ভালোবাসার মখমলি চাদর
জীবনে আনে উষ্ণতা,
সেই চাদরের, সামান্য মদিনা
নিয়ে আসে তিক্ততা।
ভালোবাসার যে অমূল্য সম্পর্ক
তিলে তিলে গড়ে,
সামান্য তম ভুলের কারণে, তা
চিরতরে যায় মরে।
সবার জীবনে, হয়তো আসেনা
সেই ভালোবাসা,
না বলা কথাও, বুঝে নেয় যারা
পড়ে চোখের ভাষা।
তাইতো বলি, ভালোবাসা পেলে
যতন তারে কোরো,
অবহেলা করে, হারাও না তারে
সে যে পবিত্র বড়ো।।
শম্পা দত্ত