পুকুর চুরি
শুনতে পেলাম পচার পিসি
বেজায় রেগে আছে,
পুকুর নাকি তার, হচ্ছে চুরি
কানে তে খবর গেছে।
নাড়িয়ে মাথা, খাটিয়ে বুদ্ধি
উপায় একটা পেলো,
খাটিয়া খানি টানতে টানতে
পুকুর পাড়ে এলো।
বুদ্ধি টা তার, এটা ই ছিল
থাকবে বসে রাতে,
পুকুর চুরি করতে এলে ই
ধরবে হাতে নাতে।
সাঝের বেলা পার না হতেই
পচার পিসি এলো,
চাল ভাজা আর তিলের নাড়ু
কোচড় ভরে নিল।
কুড়ুর মুড়ুর মনের সুখে
খাচ্ছে পিসি নাড়ু,
ভাবছে চোর আসবে যখন
মারব তারে ঝাড়ু।
অনেক টা রাত, পেরিয়ে গেল
আসলো না তো কেউ,
কুকুর গুলো ই ঘুরছে শুধু
ডাকছে ঘেউ ঘেউ।
মশার কামড় খেয়ে পিসির
মুখটা গেছে ফুলে,
ভোর না হতেই বাড়ির পানে
চললো হেলে দুলে।
বাড়ি তে ঢোকার মুখে দেখে
বহু লোকের ভীড়,
বলছে সবাই হায়রে কপাল
সব গেছে পিসির।
ডুকরে ডুকরে কাদছে পিসি
ঘরের দোরে বসে,
সব কিছু তার নিয়ে গেছে চোরে
কাল রাতে এসে!!!
শম্পা দত্ত।