সমাজের ঘুণ পোকা

    বড়ো লোকের ছেলেদের
    লম্বা লম্বা পা,
    ভাব খানা এমন, যেন
    যেথা ইচ্ছা যা।

    যা খুশি তাই, করতে পারে
    নেই কোন মানা,
    বাপ-মায়ের দৌলতে যে
    ভরা পকেট খানা।

    কাউকে তারা, ভাবে না মানুষ
    দেয় না সম্মান,
    ইয়ার দোস্ত জুটিয়ে নিয়ে
    করে অপমান।

    পথ চলতি মেয়েদের তারা
    মারে টিটকারি,
    কেউ তো আবার , সুযোগ বুঝে
    করে বাড়াবাড়ি।
  
    ভয় নামক বস্তুর সাথে
    নেই যে পরিচয়,
    ভাবে তারা, ছড়িয়ে পয়সা
    করবে রাজ্য জয়।

    প্রশাসন কে ও, টাকার জোরে
    কিনতে তারা পারে,
    পড়াশোনা করার নামে ও তারা
    বেলেল্লাপনা করে।

    কেরিয়ার গড়তে ব্যস্ত যতো
    বাপ-মায়ের দল,
    সময় তাদের নেই কো হাতে
    অর্থ তাদের বল।

    ছড়িয়ে অর্থ, সন্তানদের প্রতি
    কর্তব্য পালন করে,
    ঘুণে কাটা, এই সন্তানেরা ই
    সমাজ খোকলা করে!!!


               শম্পা দত্ত