সত্য কেমনে স্বপ্ন হোলো
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
বিজন ঘরের একটি কোনে
বসেছিলাম আমি,
মৃদু মন্দ আওয়াজ তুলে
ডাকলে আমায় তুমি।
তোমার ডাকে শরীরে আমার
জাগলো শিহরণ,
উপেক্ষা করা হোলোনা আমার
তোমার আহ্বান।
আগল খুলে বেরিয়ে দেখি
চাঁদের জোছনায়,
আঙ্গন আমার যাছ্ছে ভেসে
বড় ই মধুময়।
অদূরে ঐ কদম তলে,দেখি
রয়েছে তুমি দাঁড়িয়ে,
হাতে তোমার বকুলের মালা
দিলে আমায় পরিয়ে।
সোহাগে সোহাগে ভরিয়ে দিলে
তৃষিত অধর খানি,
ঘোরে আমার কেটে গেল
মধুর সে যামিনী।
সাক্ষী ছিলো,যত নক্ষত্র কুল
আর বিকশিত চন্দ্রমা,
দয়িতের প্রেমে পড়েছি বাঁধা
আমি যে প্রিয়তমা।
ভোরের রবির প্রথম কিরণে
দেখি আঁখি খুলে,
একাকিনী আমি রয়েছি বসিয়া
কদম তরু মূলে।
বকুলের মালা, গলায় আমার
গন্ধে বিভোর আমি,
সত্য কেমনে,স্বপ্ন হোলো
ভাবি তা দিবসযামী!!
💕💕💕💕💕💕💕💕
শম্পা দত্ত