স্বর্গীয় সুখ

    ভাবতে বড়ো ভালো লাগে
    এমন যদি হতো,
    পৃথিবীর মানুষ গুলো যদি
    একটু বদলে যেতো।

    জীবন পথে এগোতে গিয়ে
    মাখতো না কালি,
    শুধু ভালোবাসা ও উদারতার
    থাকতো যদি ডালি।

    সবাই সবার সুহৃদ হয়ে
    থাকতো যদি পাশে,
    প্রভেদ বিভেদ ভুলে গিয়ে
    থাকতো ভালোবেসে।

    থাকতো না কোন মারদাঙ্গা
    জঘন্য রাজনীতি,
    থাকতো না ঠকানোর খেলা
    থাকতো শুধু প্রীতি।

    সব মানুষের কর্মজীবন যে
    ভিন্ন ভিন্ন হয়,
    ফলের বেলায় তাইতো সবাই
    কম বেশি পায়।

    সহজ সরল, জিনিস গুলো
    সহজ ভাবে নিলে,
    মানবিকতার হবে না মৃত্যু
    যাবে না রসাতলে।

    বিষাক্ত, ঘৃণিত মানুষেরা যদি
    সত্যি বদলে যেতো,
    পৃথিবীর বুকে ই স্বর্গীয় সুখ
    আজ সবাই পেতো!!

                       শম্পা দত্ত