একমুঠো ভাবনা ২
জীবন
জীবন টা বড়ো অগোছালো
ভাবছি গুছিয়ে নেব,
ভাবতে গিয়ে মনে হলো
দায়িত্ব কাকে দেব।
আপনজন
দিনের শেষে ক্লান্ত গৃহী
ফেরে গৃহ কোনে,
আপনজনের স্নেহ ভালবাসা
জীবনে পূর্নতা আনে।
বন্ধু
সুখের দিনে তোমার পাশে
বন্ধু অনেক পাবে,
দুখের দিনে তোমার পাশে
আসল বন্ধু রবে।
সভ্যতা
জগত জুড়ে সভ্যতার আজ
জয় জয় কার,
অসভ্যতায় নিপিড়িত মানুষ
করছে হাহাকার।
ছোট ছোট কবিতার মোতি
রইলো মালায় গাথা,
জানিনা, বুঝবে কি কেউ
কবির মনের ব্যাথা।।
শম্পা🩷 দত্ত