পত্ ঝর

    শীতের পরশ, লাগলো হাওয়ায়
    মনটা উদাস হলো,
    নব কিশলয়, আসবে বলে কি
    জীর্ণ রা ঝরে গেলো!

    এই রীতি তেই, কালের চাকা
    চলছে নিরবে,
    ধ্বংসের মাঝেই, নতুনের ইঙ্গিত
    জানায়ে সরবে।

    পত্ ঝর শুধু, প্রকৃতিতে ই নয়
    জীবনেও ঝরে,
    মরণ উপরান্তে, নুতন এক জন্ম
    নব কলেবরে।।


                শম্পা দত্ত