শিক্ষা
শেখার কোনো বয়েস নেই
নেই শেখার শেষ,
যখন তখন শিখতে পারো
দেশ বা বিদেশ।
জন্ম থেকে ই শিখছে মানুষ
বলা, চলা, খেলা,
সকল শিক্ষা ই কাজে আসে
যায়না কিছু ফেলা।
স্কুল কলেজের শিক্ষা ছাড়াও
শিক্ষা করা যায়,
বাস্তব শিক্ষা ও শিক্ষা ই বটে
মূল্য কম নয়।
এই দুনিয়ায় শেখার জন্য যে
কত কিছুই আছে,
জীবন ভর শিখে গেলেও তা
শেষ হবে না যে।
ছোট বড় সবার কাছেই যে
শিক্ষা নেওয়া যায়,
শিক্ষনীয় বিষয় বস্তু যদি
মূল্যহীন না হয়।
শিক্ষা ই হলো যে আসল পূজি
মহা মূল্যবান,
শিক্ষার ছাতা থাকলে মাথায়
তুমি ধনবান।।।
শম্পা দত্ত