উপরয়ালার হিসাব
গড়ে ছিল সে, একটি ঘর
মনের মতো করে,
সুখ, শান্তি, ভালোবাসা
থাকতো সেই ঘরে।
বাগান জুড়ে ফুলের মেলা
আসতো ভ্রমর ঘিরে,
খুশীর গান গাইত সবাই
আঙ্গিনায় ঘুরে ফিরে।
দীন দুখীদের চলত সেবা
অবারিত দ্বার,
অসহায় দের, সহায় ছিলো
এমন এক সংসার।
দেবতুল্য মানুষ ছিলেন
এ সংসারের মাথা,
দিকে দিকে ছড়িয়ে গেলো
তাঁর গুন গাথা।
চলছিল সব ভালো ভালো
আনন্দে সংসার,
এমন সময় আসলো বিপদ
হলো ছারখার।
আতঙ্কবাদী দের বোমাবাজিতে
প্রাণ গেলো তাঁর,
কতো মানুষ অনাথ হলো
এ কেমন বিচার!
উপরয়ালার হিসাব নিকাশ
কেমন করে বুঝি,
কেন এমন করলে ঠাকুর
প্রশ্ন সোজাসুজি।
জবাব কেনো দাও না তুমি
নিরব কেনো থাকো,
তোমার হিসাব বোঝার সাধ্য
কারও যে নেই কো!!!
শম্পা দত্ত