খোয়াই নদীর তীরে
তুমি আসবে বলে, দাড়িয়ে ছিলাম
খোয়াই নদীর তীরে,
পূব আকাশে মেঘের বাহার
নামলো বাদল ধীরে।
ঝাপসা হলেও, পড়লো চোখে
তোমার ছায়া খানি,
তোমার হাতে, হাত ছিল যার
তারে আমি চিনি।
বুক টি আমার , উঠলো কেপে
ভিজলো চোখের পাতা,
কেমন করে পারলে, তুমি আমায়
দিতে এমন ব্যাথা!
ভালোবাসার, রাখলে না মান
দাগা দিলে মোরে,
তবুও তোমায়, বাসব ভালো
অন্তরে অন্তরে!!
শম্পা দত্ত