জীবনের শেষ প্রান্তে

    জীবনের শেষ প্রান্তে এসে
    মন টা কি ব্যাকুল হলো,
    ভাবছ না কি কেমন করে
    কাটবে বাকি দিন গুলো?

    কর্ম চঞ্চল দিন গুলো সব
    সময় ছিল না মোটে,
    তাই সবার চিন্তা বড়ো
    এবার কেমনে কাটে।

    যোগাযোগ বড়ো কারুর সাথে
    হয়নি যে রাখা,
    ব্যস্ত জীবনে তাল মেলাতে
    আজকে সব ফাকা।

    শুধু মাত্র ফোনের মাধ্যমে
    হায়, হ্যালো চলতো,
    মাঝে মাঝে কেউবা হয়তো
    কেমন আছো, বলতো।

    আজকে বড়ো লাগছে ফাকা
    শেষ জীবনে এসে,
    ভাবছি জীবন ভরাবো এবার
    সবারে ভালোবেসে।

    চিন্তা কেন করছো সবাই
    মুক্ত জীবনে এসে,
    হেসে খেলে কাটাও দিন
    জীবন প্রান্তে বসে।

    এতদিন যা পারনি করতে
    এবার তা করো,
    ইচ্ছা গুলোতে লাগিয়ে পাখা
    আকাশে তে ওড়ো।।


                শম্পা দত্ত