দুই শততম

    কবিতার আসরে কেটে গেল মোর
    অনেক গুলো দিন,
    চেষ্টা করেছি কবিতা লেখার
    নয় সে তুলনাহীন।

    মনের ভিতরে যা কিছু আছে
    বোঝাতে চেয়েছি তারে,
    ভালো লাগা, না লাগা, মান- অভিমান
    কবিতার আকারে।

    চেয়েছি সকলের মন কে শুধু
    একটু ছুয়ে যেতে,
    আমার মনের সকল ভাবনার
    একটু ভাগ দিতে।

    কারো কারো হয়তো লেগেছে ভালো
    কারও বা লাগেনি,
    কবিতার পোকা, ছাড়েনি আমাকে
    কলম আমার থামে নি।

    এমনই ভাবেই লিখে যাব আমি
    যা কিছু মনে আসে,
    মনের আবেগে লিখে যাই শুধু
    কবিতা কে ভালোবেসে।

    ডুবুরি হয়ে ডুবতে যে চাই
    কবিতার সাগরে,
    আশার আলো ছড়াতে চাই
    সবার অন্তরে।

    দুই শততম কবিতাটি মোর
    আজ হলো প্রকাশিত,
    মনের সকল মাধুরী আমার
    কবিতায় বিকশিত!!!


       শম্পা দত্ত