তোমায় পূজবো বলে
আমার হাত দুখানি রাঙালাম
হৃদয় নিংড়ানো ভালবাসার রঙে।
তোমায় পূজবো বলে প্রিয়
লাল শাড়ীতে সেজেছিলাম
মালা হাতে পূজারীর বেশে
রাতের অন্ধকারকে সতীর্থ করে।

তুমি সেই মায়ার পৃথিবী
সর্বাঙ্গে আলোর ধারা দিয়েছ তুমি
সমুদ্র সমান মনের ভালবাসা।

তোমায় পুজবো বলে
তৃষাতুর চোখে তাকিয়েছিলাম অবিরল
প্রিয় তুমি প্রেমময় অতি মূল্যবান।