তোমার না বলা কথা
আজও যে শোনা হলো না ,
তোমার না বলা কথার মাঝে ও যে
অনেক কথার ভান্ডার লুকায়িত থাকে ।
তোমার না বলা কথা শোনার জন্য
আমার হৃদয়ে ক্রন্দন তৈরি হয়।
সে কথা শোনার জন্য আজও আমি
অপেক্ষামান যেমন করে বিহঙ্গ আকাশে উড়ে ।
তোমার না বলা কথা আমার হৃদয়ের
মধ্যে খানে মেঘ জমে ।
তোমার না বলা কথা সমুদ্র সৈকতে
ঘুরে ফিরে অস্রু ঝরায়।
শীতার্ত বৃক্ষেরা যেমন
করে পাতা ঝরায়
তেমন করে তোমার না বলা
কথা আমাকে কষ্ট দেয় ।