রং ধনুর সাত রং হয়ে
স্বাধীনতা এলে তুমি বিজয়ের বেশে।
বিশাল আকাশে প্রজাপতির ডানায়
পেয়েছি তোমার মধূর ভালবাসায়।
চেনা ছিলনা, স্বাধীনতা পেয়েছি তোমায়
জনগণের আপন বাসনায়।
স্বাধীনতা তুমি এসেছো পাশে
বিজয় বীরের সৈন্য হয়ে।
তুমি এসেছ ভালবাসার
ডুব সাগরে সাতার দিতে।
স্বাধীনতা তুমি গানের পাখি
কথার ঝুড়ি, স্বপ্নের আলিঙ্গন
আমার দেশের মাঠে ঘাটে
রংধনুর সাত রং।
---সমাপ্ত ---