সাত বছরের একটি মেয়ে সায়মা
হয়ত বাবার কাছে আবদার করেছিল
বাবা আমার একটা পুতুল লাগবে
যে বয়সে একটি মেয়ে পুতুল, চড়ুইভাতি খেলে।
মায়ের কাছে হয়ত খেলতে যাবার বায়না ধরেছিল
মায়ের আদুরে গলায় বলেছিল
যা মা খেলে আয় দেরি করিস না কিন্ত।
মা কি জানতো?
ওৎ পেতে বসে আছে হারুন নামের এক হায়না
নরপুরুষের থাবায় ক্ষতবিক্ষত হল
এক সায়মা নামের পুতুল।
আর কত! আর কত সায়মারা ধর্ষিতা হলে
জাতি লজ্জিত হবে, জনগন জাগ্রত হবে
প্রতিটি হাত হবে মুষ্ঠিবদ্ধ
আর কত সায়মারা প্রাণ দিলে
ধর্ষণ হবে বিলুপ্ত।
এই পশু সভাবের কামুকগুলিকে
গন ধিক্কার জানাও
ফাঁসির মঞ্চ গড় রাস্তার মোড়ে মোড়ে,
আর কত নিষ্ঠুর কাব্য রচিত হলে
ফুটফুটে মেয়েটি আর ধর্ষিতা হবে না।
ধর্ষনের বলিতে তীব্র তপ্ত ঝলসােনা
মৃত্যু আর কত দেখতে হবে?
সায়মা তুই চলে গেলি
ধর্ষন নামক প্রচন্ড ঝড়ো হাওয়ায় ভেসে
ক্ষমা করিস ওপার থেকে, ক্ষমা করিস আমাদের।।