রক্তমাখা দেখেছি তোমার শার্ট,
আধার ঘরে ঘুমিয়ে আছো।
কোনোদিন জাগিবে না আর,
সমস্ত বুকে রক্ত শুধু রক্তের ছাপ।
নগ্ন দৃষ্টিভ্রমের অসুস্থ জাতি আজ,
দুই পাষণ্ডর  চাপাতির কোপে।
রিফাত তুমি হারিয়ে গেলে।
মৃত্যুর গহবরে।
মধ্যরাতে কলম হাতে জেগে রয়েছি আমি,
ভাবছি বসে ফাঁসি কি হবে
কুখ্যাত খুনির?
ঘুমের ভেতর শুনি রিফাতের করুণ চিৎকার।