মেঘের মত হালকা নরম জোছনা
আনন্দ মনে জাগে নদী নালা আর
গাছ পালার ছায়া।
ফুলে ফুলে রূপে রূপে সুশোভিত,
হরেক রঙের গাছ।
আকাশ বাতাস, সমুদ্রের জল এই পাহাড় পর্বত,
বন বনানী পৃথিবী ভূতল।
সকলই তো মহান আল্লাহর দান,
নিয়ম মেনে তোমরা সবাই বাঁচাও প্রকৃতির প্রাণ।
পৃথিবীর মাঝে নিত্য জাগে পূর্ণ রবি শশী
এমনি করে লক্ষ কোটি বছর দিয়েছে পাড়ি।
গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও তার মানেই রয়েছে যে শ্বাস
কবির কলমে প্রকৃতি নিয়ে শুরু হয় কত সাজ।
বাঁচাও বাঁচাও প্রকৃতি বাঁচাও বাঁচাও প্রাণীকূল
নতুন করে তোমরা যেনো আর করোনা ভুল।