হরতাল অবরোধ-
পেট্রাল বোমার লুকানো বিস্ফোরণে
তার চেয়ে বেশি বিস্ফোরণের জ্বালা জলন্ত বুকে
গর্জে উঠে শত মায়ের করুন মুখে।

মনে পড়ে কি ২০১৫ সালের জানুয়ারী মাস
সীমান্ত রক্ষা নয়, সার্বভৌমত্ব নয়, ক্ষমতার লড়াই-
পাক বাহিনী নয়, নিজের দেশের ক্ষমতা পিপাসুরা
পোড়া মানুষের বন্যা বইয়ে দিচ্ছে
এ লজ্জা রাখি কোথায়?

খবরের কাগজের পাতায়, সাংবাদিেকর ভাষায়-
পেট্রোল বোমায় পোড়া লাশ বহন করে এক করুন ইতিহাস
পিতার লাশের পোড়া গন্ধ বাতাসে ভাসে এখানে ওখানে
অর্ধ পোড়া মায়ের অশ্রু সিক্ত লোনা জলে
২০১৫ সাল, জানুয়ারী মাস, প্রতিদিন, প্রতি রাত্রে, সন্ধ্যায়
হরতাল অবরোধ।

যে বাতাস জানালা পেরিয়ে সবুজ মাঠে দোলা দিত
বৃক্ষরাজি, জলের ঢেউ, পাল তোলা নৌকায়
আজ সেই বাতাসে গন্ধ মোদিত মৃত্যু ছায়া
মনে হল কেউ যেন ফিসফিস করে বলছে
মৃত্যুর হাত থেকে ফিরে আসবো তো?

           অসমাপ্ত