পদ্মা পাড়ের মেয়ে আমি
থাকি মেঘনা পাড়ে
ঝলমলে ঐ নদীর জলে
স্বপ্নগুলো ঝরে।
ঝাঁকে ঝাঁকে ঐ নীলিমায়
যায় যে পাখি উড়ে
নদীর জলে ছায়া ফেলে
অথই পরান কাড়ে।
হালকা হাওয়ায় নৌকা বেয়ে
হারাই কোন সূদুরে
সন্ধ্যা তারা হাত ছানি দেয়
ভাসে ডুব সাতারে।
পদ্মা পাড়ের মেয়ে আমি
থাকি মেঘনা পাড়ে
ঝলমলে ঐ নদীর জলে
স্বপ্নগুলো ঝরে।
---সমাপ্ত ---