ফুলে ফুলে ঢাকা সমাধি যেন তোমার মন,
হাজার করবী বকুল পারেনা ভাঙতে সেই ভুল।
আখির জলে কি গলে কখনো সেই মন।
সেই হৃদয়ে আমি হারিয়ে যাই
হাজার ফুলের গন্ধের সমাধি কি
ঘোচাতে পারে গভীর অভিমান এর ভেজা চোখ।
হৃদয়ের রক্ত দিয়ে ও কি ভাঙবে না সেই সমাধি।
সৃতি এমনই নির্মম চন্দ্রিমা রাতে
ভালোবাসার সাথে তোমায় খুজেছি অনন্তকাল।
সবকিছু আজ ফুলে ফুলে ঢাকা সমাধি।
ফুল গুলো আজ রঙ ছড়ায়
প্রগাঢ় ভালোবাসায়।