এখন অপেক্ষা করিনা কারো জন্য।
সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে.
মোবাইলে যার নামটি ভেসে উঠত
আজ আর সেই নাম মোবাইলে
ভেসে উঠে না।
এখন আর নদীর বুকে নৌকা ভাসাতে ইচ্ছে করে না।
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না,
এখন আর অপেক্ষা করি না কারো জন্য।
জোছনায় মাখামাখি হওয়ার ইচ্ছে গুলো মরে গেছে।
এখন বিষন্ন দুপুরে সপ্নের দু:খ গ্লানি আঁকি চোখে।
নীল নবঘন গগনে আর চাদেঁর অপেক্ষা করি না।
এখন আর সমুদ্রের পারে পাশাপাশি বসে থাকার ইচ্ছে
পোষণ করি না।
কারো জন্য আর অপেক্ষা করি না।
এখন ইচ্ছে করে না বসন্ত বাতাসে চুল উড়াতে।
মেঘের আকাশে তাকিয়ে এখন আর বিশালতা উপলব্দি করি না।
কারো জন্য আর অপেক্ষা করি না।