মায়াজালে সমস্ত বিচ্ছেদ ও বেদনার ও উপান্তে,
আমি আছি রক্তাক্ত হৃদয়ে তোমার অনন্ত সান্নিধ্যে।
ভালোবাসার সবুজ অরণ্য সরিয়ে,
দিয়ে রেখেছো অবহেলার মায়ার বাঁধন।
বৃষ্টির ফোঁটা কে মনে হয় তোমার সুরে রিমঝিম বাঁশি
ভালোলাগা আর ভালোবাসা মনে হয় উই পোকার আশা যা,
সব অভিমান যেখানে অচল ভালোবাসা সেখানে নিরর্থক।
আমাদের চেনা-জানা আজ সবকিছু ছাড়া ছাড়া।
অবহেলা মানে বাসনাকুসুম একে একে সব ছিড়ে ফেলা,
অবহেলা মানে এই আপন তুমি আমি যাযাবর,
এ জীবন মানে কাঁটার ওপরে রক্তাক্ত হয়ে হাটা,
অবহেলার বেড়াজালে ফুলের মতন নিঃশ্বেষে ঝরে যাওয়া।