নতুন ও পুরাতনের আবর্তন
শামিমা শাম্মি
আজ তুমি চলে যাচ্ছো নতুনের কথা ভেবে
সুখ দুঃখ আনন্দ বেদনার রূপক ছায়া দিয়ে।
কত সুখ কত স্মৃতি কত স্বপ্ন দেখেছি সারা বছর ভরে,
কথা কাকলীতে আনন্দের ধূপছায়া কেটেছে বছরটি জুড়ে।
নতুন তুমি এলে আনন্দের বার্তা নিয়ে,
শীতল আমেজে শিত শেষে বসন্তের দুয়ার খুলে।
নতুনের আগমনে পুরাতন এর বিদায় এইতো জীবনের আসল পরিচয়।
নতুনের স্পর্শে সবাই হোক স্নিগ্ধ মুগ্ধ মেঘমালা,
নতুনের আলিঙ্গনে বিদায় দিবো বেদনার নীল শিখা।
গান আর কবিতায় যেন  হয়ে ওঠে ভরপুর আসছে বছরটি জুড়ে,
ভালোবাসার ফুলদানিতে গোলাপের পাপড়ির ঘ্রাণ
নতুনের আলিঙ্গনে হৃদয় পেল নতুন প্রাণ।