নষ্ট হবার কষ্ট কি আছে সমাজের মানুষগুলোর?
ধর্ষণকারী, কালোবাজারী, ঘুষখোর আর মুখোশধারী,
কারো কি কোন কষ্ট আছে?
নষ্ট হবার কষ্ট।

সমাজের উঁচুতলার মানুষ তারা,
কোন কাজে কখনোই বিমর্ষ নয় যারা।
অন্যায় অত্যাচার এর মুখোশের আড়ালে
সমাজে নষ্ট হওয়া মানুষগুলোর আনন্দ উৎসব।
বাকহীন আজ সৎমানুষেরা সত্য বলে কিছু নাই।
সমাজে সব মিথ্যা, সব মায়াময়,
নষ্ট হবার কষ্ট কি আছে সমাজের মানুষগুলোর?