কতদিন বাকি আর -
এই তীব্র যন্ত্রনা থেকে মুক্তি পাবার
প্রজাপ্রতি জোনাকি আর ঘাস ফুলের সাথে
চুপি চুপি কথা বলার।

কবে পাব তোমার সেই আলিঙ্গন
যেখানে থাকবেনা শিক্ষকের অপমান
ছাত্রের অসদাচরণ

যন্ত্রদানবের চাকায় পিষ্ঠ অচেনা পথিক
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
আজ দাড়িয়ে আছি বিবেকহীন এক জীবন মোহনায়
জীবেনর কাজে জন্ম কি তবে প্রতারণাময়?

কষ্টের লেলিহান শিখায়
মনে বাজে এক নি:শব্দ হাহাকার।

    ---সমাপ্ত---