মা তুমি ভালবাস সিমান্তহীন,
সন্তানের ভালবাসা বুঝতে
পারে না কোন সন্তানহীন।
মা তুমি কষ্ট পাও তোমার
সন্তানটির কষ্ট দেখে,
তুমি আনন্দ পাও তোমার
সন্তানের সুখ দেখে।
একটি সন্তানের সুখ দুঃখ আনন্দ
বেদনা সবকিছু অবলোকন কর
তুমি মৃত্যুর আগ মুহুর্তটি পর্যন্ত।
ভালবাসি মা তোমাকে
হৃদয়ের গভীর গহীন থেকে।
স্মৃতি ঝলমল তোমার মুখের ছায়া।
মায়ের ভালভাসা কোনো রজনীগন্ধা আর গোলাপ,
জোছনা নরম হালকা মেঘের মত,
মায়ের ভালবাসা মৃত্যুর আগ মুহুর্তটি পর্যন্ত।