বিনিদ্র রজনী আর বিরহের গান
নয় সে নয় শুধু এক মধুর স্মৃতির কাল।
আজ না হয় কাল জানবে সবাই সত্যটা কি?
নাটরের সেই শিক্ষিকা বিয়ে করল বয়সে ছোট ছাত্র,
বয়সের বেড়াজাল হারিয়ে গেলে ভুবন থেকে।
আত্মার গভীরে সোমত্ত ভালোবাসার কাছে গেলে
নাকি মানুষের অমানবিক কথার ধারপাতে
কষ্টের যবনিকা টানলে জীবন দিয়ে
মামুনের প্রেম অবারিত বিজয়ের ধারাজলে
জীবনকে সাজাতে পারলোনা শিউলি ফুলের মালায়
যে শস্যটি ছিল তোমার প্রিয়
আজকে সেটি শুন্য পড়ে কাঁদে।
যাবার বেলা টের পেল না কেহ
পারল না কেউ রাখতে তোমায় ধরে
সমাজের বিবেক ঘুমিয়ে গেছে
মিথ্যার উম কাঁথা জরিয়ে।
জীবনের যুদ্ধে হেরে গিয়ে কষ্টের যবনিকা টানলে।