জীবন নদী
শামীমা শাম্মী
শুভ্র সাদা মেঘের ভেলায় ভেসেছিলাম জীবন নৌকায়,
জীবন নদী বয়ে চলে জীবনের স্রোত ধারায়।
কখনো দুঃখের সাগর কখনো আনন্দের সমুদ্র,
কখনো জীবনে আনন্দের বাঁশি বাজে কখনো দুঃখের প্রেতারা সুর।
কুলে কুলে ভেঙে যায় স্বপ্নের ঘর শুকিয়ে যায় কখনো স্বপ্নের বালুচর।
জীবন নদী বয়ে চলে চিরকাল অজানা গন্তব্যের পথে,
আমি অপেক্ষার প্রহর গুনছি নতুন জীবনের প্রত্যাশায়।
আজও আমিও আছি বসে তোমারি  অপেক্ষায়,
মনের আলিঙ্গনে বসে আছি তোমাকে পাবার আশায়।
আদি অনন্তকাল প্রতীক্ষায় হেঁটে চলা,
মনে হয় অনেক বাকি আছে না বলা কথা।
জীবন নদী  বয়ে চলে জীবনের রূপরেখায়,
এলোমেলো পথ হারিয়ে পথের দিশারী হতে মন চায়।